মালিতে সেনা-উগ্রবাদী সংঘাত, নিহত ৫৬

মালিতে সেনা-উগ্রবাদী সংঘাত, নিহত ৫৬

সংগৃহীত

মালির দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনা ও উগ্রবাদীদের মধ্যেকার সংঘাতে ৫৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের সেনাবাহিনীর ১০ সদস্য মারা গেছেন। এছাড়া আরও ৪৬ উগ্রবাদী নিহত হয়েছেন।

একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশটির বোরেম শহরে উগ্রবাদীরা বিভিন্ন যানবাহন ও মোটরবাইকে করে আক্রমণ চালায়। তাদের এ আক্রমণ এবং গাড়ি বোমা হামলা প্রতিহত করেছে মালির সেনাবাহিনী। 

বেঁচে থাকা উগ্রবাদীরা ওই অঞ্চলের উত্তরাঞ্চল, আগামোর এবং আমুসতারাতে পালিয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় মালির সামরিক বাহিনী ১০ জন সৈন্যের মৃত্যু কথা জানিয়েছে। তাদের আরও ১৩ সদস্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী ৪৬ উগ্রবাদীকে হত্যা করেছে এবং তাদের ২০টি গাড়ি ধ্বংস করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশটিতে দু’টি পৃথক উগ্রবাদী হামলায় কমপক্ষে ৪৯ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা নিহত হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি