টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক তানজিমের

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক তানজিমের

সংগৃহীত

এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। 

বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। 

এশিয়া কাপের ফাইনালে যাওয়ার আর কোনো আশা নেই বাংলাদেশের। ভারতও আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

তাই আজকের ‘বাংলাদেশ-ভারত’ ম্যাচটি একেবারেই গুরুত্বহীন। তবে ভারতের জন্য একটা দারুণ সুযোগ রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার।

সামনেই বিশ্বকাপ, তাই বাংলাদেশও চাইলে নিয়মিতদের বসিয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে দেখে নিতে পারে।

কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। 

বাংলাদেশ একাদশ : ১ লিটন দাস (উইকেটরক্ষক), ২ তানজিদ হাসান তামিম, ৩ আনামুল হক, ৪ সাকিব আল হাসান (অধিনায়ক), ৫ তৌহিদ হৃদয়, ৬ শামীম হোসেন, ৭ মেহেদি হাসান মিরাজ, ৮ মেহেদী হাসান, ৯ নাসুম আহমেদ, ১০ তানজিম হাসান সাকিব, ১১ মুস্তাফিজুর রহমান। 

ভারত একাদশ : ১ রোহিত শর্মা (অধিনায়ক), ২ শুভমান গিল, ৩ সূর্যকুমার যাদব, ৪ তিলক ভার্মা, ৫ কেএল রাহুল (উইকেটরক্ষক), ৬ ইশান কিশান, ৭ রবীন্দ্র জাদেজা, ৮ অক্ষর প্যাটেল, ৯ শার্দুল ঠাকুর, ১০ মোহাম্মদ শামি, ১১ প্রসিদ্ধ কৃষ্ণ।