৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

ফাইল ছবি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৬০ বস্তা (৩০০০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় সাকিল আলম (৪০) নামে একজনকে আটক করা হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর থানার মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চিনি জব্দ করা হয়।

আটক সাকিল আলম রাজনগর থানার বালিগাঁও গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার মুন্সীবাজার গরুর বাজারের পূর্বপাশে অভিযান চালায়। এ সময় সাকিল আলমের মালিকানাধীন সাকিল ভবনের নিচতলার গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় গোডাউনের মালিক সাকিল আলমকে আটক করা হয়।

অভিযুক্ত জব্দ করা চিনি আমদানির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে চিনি আমদানির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

পুলিশ সুপারের কার্যালয়ের (মিডিয়া সেন্টার) দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ গণমাধ্যমকে জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানির অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় রাজনগর থানায় একটি মামলা হয়েছে।