সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে চার হাজার ৪৭০ পিস ইয়াবাসহ মানু মিয়া (৩০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শুক্রবার দুপুরে উপজেলার সাজাপুরে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পঞ্চগড়গামী এক বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানু মিয়ার বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইয়াবার একটি বড় চালান ঢাকা থেকে আসবে এমন সংবাদ পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনে একটি বাসে যাত্রী হিসেবে থাকা মানু মিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহনের কথা স্বীকার করেন। তার কাছে থাকা কাঁধে পরিবহনের ব্যাগ থেকে চার হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, মানু মিয়া একজন মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে তিনি ইয়াবাগুলো কিনে বিক্রির জন্য ঢাকা হয়ে পঞ্চগড় নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।