এশিয়া কাপ জয়ের পর যা বললেন রোহিত

এশিয়া কাপ জয়ের পর যা বললেন রোহিত

রোহিত শর্মা

হাইব্রিড মডেলের এশিয়া কাপে পুরো আসরে জৌলুশ ছড়ালেও ফাইনালে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবের পর দুই ওপেনারের ব্যাটে ভর করে ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। 

২০১৮ সালে রোহিত শর্মার নেতৃত্বেই এশিয়া কাপ জিতেছিল তারা। এর ঠিক পাঁচ বছর পর আবারও রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ জিতল ভারত। যদিও রোহিতের সামনে এ বার আরও বড় লক্ষ্য। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৮ দিন। সেটাই এখন লক্ষ্য ভারতের অধিনায়কের। এমনটায় সংবাদ সম্মেলনে তিনি জানান

রোহিত বলেন, ‘এই প্রতিযোগিতা জেতার জন্য আমরা সব কিছু করেছি। এ বার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আর বিশ্বকাপই লক্ষ্য।’ এশিয়া কাপের ফাইনালে যদিও ঝড় তোলেন মোহাম্মদ সিরাজে। একাই ৬ উইকেট তুলে নেন তিনি। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫০ রানে। এমন তৃপ্তির জয়ের পর রোহিত বলেন, ‘এই রকম ভাবে খেলতে পারলে ভাল লাগে। দলের চরিত্র বোঝা যায়। বল হাতে যে ভাবে শুরু করেছিলাম আমরা, সেই ভাবে ব্যাট হাতে শেষ করলাম।’