শাহজালালে বিপুল পরিমাণ মাদক জব্দ

শাহজালালে বিপুল পরিমাণ মাদক জব্দ

সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার রাত সাড়ে ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে এসব মাদক জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ট্যাপেন্টাডল হচ্ছে ব্যথা নিরাময়ের জেনেরিক ওষুধ। ট্যাপেন্টাডলের চাহিদা বেশি দিন আগের নয়। দু’বছর আগে এটি বৈধ ওষুধ হিসেবেই ব্যবহার হতো। দেশের আটটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি বাজারজাত করত। নেশা হিসেবে ব্যবহার বেড়ে যাওয়ায় ২০২০ সালে ট্যাপেন্টাডল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে দেশীয়ভাবে এর উৎপাদন বন্ধ রয়েছে।

তবে, নিষিদ্ধ হলেও ওষুধটির ব্যবসা বন্ধ হয়নি। জেলা ও উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এখনও এটি বিক্রি হচ্ছে। এছাড়া গোপনে হাতে হাতে এর বিক্রি তো রয়েছেই। স্বল্প দামের ওষুধ হওয়ায় শহর থেকে গ্রাম-গঞ্জে সবার অগোচরে এটি ছড়িয়ে পড়েছে।