রাজধানীর তেজগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা মার্কেট গলির একটি বাসায় বর্ষা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী কাজল মিয়াকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

বর্ষা আক্তারের স্বামী কাজল মিয়া বলেন, আমার সঙ্গে স্ত্রীর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমি বাসা থেকে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর বাসায় এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে বর্ষা ঝুলে আছে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজল মিয়া আরও জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায়।