রামগঞ্জে তিন হাসপাতালে ২ লাখ টাকা জরিমানা

রামগঞ্জে তিন হাসপাতালে ২ লাখ টাকা জরিমানা

সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

জরিমানাকৃত হাসপতালগুলো হলো- আল ফারুক হসপিটাল ৫০ হাজার টাকা, হলি হোপ হসপিটাল ১ লাখ ও আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইফুল আমিন, নোয়াখালী র‌্যাব ১১ সিপিসি ৩এর এএসপি গোলাম মোর্শেদ সহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহণ করেন।