বদলগাছীতে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকা প্রদানের উদ্বোধন

বদলগাছীতে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকা প্রদানের উদ্বোধন

ছবিঃ সংগৃহীত।

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে সুস্থ ছাগল ও ভেড়াকে টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে শনিবার (৩০ সেপ্টম্বর) বেলা ১১টায় প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়ামিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল,সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বলেন ৩০সেপ্টম্বর থেকে ৯অক্টোবর পর্যন্ত ১০দিনব্যাপী সারাদেশে সুস্থ ছাগল ও ভেড়াকে পিপিআর রোগমুক্তি করণে এই টিকাদান কর্মসূচি চলবে। এর আলোকে বদলগাছীর ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে এ ক্যাম্পিং পরিচালিত হবে। তিনি আরো বলেন ৪ তদুর্ধ বয়সী সুস্থ ছাগল ও ভেড়াকে বিনামূল্যে এই ঠিকাদান প্রদান করা হবে।