বোলারদের অফ-ফর্মে ব্যাটারদের ৪’শ রান করতে বললেন রমিজ রাজা

বোলারদের অফ-ফর্মে ব্যাটারদের ৪’শ রান করতে বললেন রমিজ রাজা

বোলারদের অফ-ফর্মে ব্যাটারদের ৪’শ রান করতে বললেন রমিজ রাজা

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হারের লজ্জা পায় পাকিস্তান। প্রস্তুতি ম্যাচ হলেও পাক বোলারদের উপর চটেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি রমিজ রাজা। বোলারদের একহাত নিয়ে রাজা জানান, খুব বাজে অবস্থা পাকিস্তানের বোলিংয়ের। এ অবস্থায় ম্যাচ জিততে হলে ব্যাটারদের ৪’শ করতে হবে। যাতে লড়াই করার পুঁজি পায় বোলাররা। 

হায়দারাবাদে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৫ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৯৪ বলে ১০৩ রানের দারুন ইনিংস খেলেন। ৩৪৫ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে লড়াই করতে পারেনি পাকিস্তানের বোলাররা। ৩৮ বল বাকী রেখে পাকিস্তানের বোলারদের হতাশায় ডুবিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ম্যাচে ছয় বোলারকে ব্যবহার করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সব বোলারেরই ইকোনমি রেট সাড়ে

৬’এর বেশি ছিলো। ম্যাচে কোন সময়ই নিউজিল্যান্ডের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি বোলাররা। প্রস্তুতি ম্যাচে বোলিং করেননি শাহিন শাহ আফ্রিদি। কিন্তু অন্য বোলারদের পারফরমেন্সে হতাশ রাজা।  হিন্দুস্থান টাইমসকে রাজা বলেন, ‘আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই এবং জয়ের মধ্যে থাকা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হচ্ছে হারার অভ্যাস করে ফেলেছে পাকিস্তান। প্রথমে এশিয়া কাপে হারলো। এবার ৩৪৫ রান করেও হারলো। রান তাড়া করে দারুন জয় পেয়েছে নিউজিল্যান্ড।’

বোলাররা ব্যর্থতায় বন্দি থাকলে ব্যাটারদের ৪’শ করতে হবে বলে মনে করেন রাজা, ‘ভারতের উইকেট সব সময় এমনই হয়। যদি বোলাররা এভাবে ব্যর্থ হতে থাকে তাহলে ব্যাটারদের ৪’শ রান করতে হবে। কৌশলে পরিবর্তন এনে ঝুঁকি নিতে হবে পাকিস্তানকে। কিন্তু আমরা সেটি করছি না। আমরা প্রথম ১০-১৫ ওভার রক্ষণাত্মক খেলছি এবং এরপর আক্রমণ করছি। ’৩ অক্টোবর হায়দারাবাদেই নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। এখানেই ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। 

সূত্র : বাসস