ওয়ানডে বিশ্বকাপে যেসব দেশ চ্যাম্পিয়ন

ওয়ানডে বিশ্বকাপে যেসব দেশ চ্যাম্পিয়ন

ফাইল ছবি

 

বর্তমানের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল, আইস হকি, টেবিল টেনিস বিশ্বকাপের শুরু হয় দুই মহাযুদ্ধের মাঝে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চালু হয় হকি, ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, রাগবির বিশ্ব আসর। সেই তুলনায় ক্রিকেট অনেক পিছিয়ে। প্রায় দুশো বছরের পুরনো এ খেলার প্রথম বিশ্বআসর আয়োজিত হয় ১৯৭৫ সালে।

অবশ্য ১৯০৯ সালে আইসিসি প্রতিষ্ঠার পর একবার বিশ্বকাপের চেষ্টা হয়েছিল। ১৯১২ সালে টেস্ট খেলুড়ে তিন দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ইংল্যান্ড। কিন্তু একটি ম্যাচই যদি হয় পাঁচ দিনের, তাহলে যে বিশ্বকাপ শেষ করতে দীর্ঘদিন সময় লাগবে! তাই সেখানেই থমকে যায় ক্রিকেটের বিশ্ব আসরের পরিকল্পনা।

তবে এ সমস্যার সমাধান হয় ১৯৭১ সালের ৫ জানুয়ারি, এক দিনের আন্তর্জাতিক ম্যাচ চালু হওয়ার পর। ১৯৭১ সালে ওডিআই শুরুর পর ১৯৭৫ সালের ৭ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগ পর্যন্ত মোট ওয়ানডে খেলা হয়েছিল মাত্র ১৮টি, টেস্ট ম্যাচের সংখ্যা ছিল ৮৪টি। এখন পর্যন্ত মোট ১২টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হয়েছে। শিরোপা জেতার স্বাদ পেয়েছে ছয়টি দল।

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। অজিরা শিরোপাজয়ের স্বাদ পেয়েছে পাঁচবার। দুবার করে বিজয়ী হয়েছে দুটি দল (ওয়েস্ট ইন্ডিজ, ভারত) ও একবার করে জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

১৯৭৫ : ওয়েস্ট ইন্ডিজ

১৯৭৯ : ওয়েস্ট ইন্ডিজ

১৯৮৩ : ভারত

১৯৮৭ : অস্ট্রেলিয়া

১৯৯২ : পাকিস্তান

১৯৯৬ : শ্রীলংকা

১৯৯৯ : অস্ট্রেলিয়া

২০০৩ : অস্ট্রেলিয়া

২০০৭ : অস্ট্রেলিয়া

২০১১ : ভারত

২০১৫ : অস্ট্রেলিয়া

২০১৯ : ইংল্যান্ড

 

ন্ডিজ

১৯৭৯ : ওয়েস্ট ইন্ডিজ

১৯৮৩ : ভারত

১৯৮৭ : অস্ট্রেলিয়া

১৯৯২ : পাকিস্তান

১৯৯৬ : শ্রীলংকা

১৯৯৯ : অস্ট্রেলিয়া

২০০৩ : অস্ট্রেলিয়া

২০০৭ : অস্ট্রেলিয়া

২০১১ : ভারত

২০১৫ : অস্ট্রেলিয়া

২০১৯ : ইংল্যান্ড