মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

সংগৃহীত

মৌসমুী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তল রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।

গতকাল থেকে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।