ভারতে এত আতিথেয়তা পাবো কখনো আশা করিনি: বাবর আজম

ভারতে এত আতিথেয়তা পাবো কখনো আশা করিনি: বাবর আজম

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ কখনো মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দুই দলের ক্রিকেটাররা মাঠের থেকেও মাঠের বাইরের খেলায় বেশি মগ্ন থাকেন।

ওয়ানডে বিশ্বকাপ খেলতে আবারো ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। সেই পা রাখতেও অনেক বেগ পেতে হয়েছে ভিসা জটিলতার কারণে। শেষমেষ ভারতে খেলতে আসতে পারে অসম্ভব খুশি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

 

বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেনস ডে’তে আইসিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাবর আজম। তিনি বলেন, ‘এখানে আমরা ভালো আতিথেয়তা পেয়েছি যা আমরা কখনো আশা করিনি কিন্তু এখানকার মানুষ আমাদের প্রতি যেভাবে সমীহ দেখিয়েছে সেটা আমাদের সবাই বেশ উপভোগ করেছে।’

ভারতের দর্শকদের দারুণ সমর্থন পেয়ে ভারতকে নিজেদের ঘরের মাঠই মনে হচ্ছিল বাবর আজমের। তার মতে, ‘আমরা হায়দারাবাদে এক সপ্তাহের মত আছি, আমাদের মনে হয়নি আমরা ভারতে আছি, আমরা নিজেদের ঘরেই ছিলাম এমন মনে হয়েছে। আমরা সময়টা বেশ উপভোগ করছি। এটাই আমাদের দারুণ সুযোগ নিজেদের শতভাগ সামর্থ্য অনুযায়ী বিশ্বকাপে পারফর্ম করা।’