চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অপরাধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডের মেসার্স ভাই ভাই ফুসকা হাউজে ওই অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ ঢাকা মেইলকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্য তৈরি, একই ফ্রিজে কাচা মাংসের সঙ্গে প্রস্তুতকৃত খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, পচা-বাসি চিকেন ও বিভিন্ন খাবার ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় তেলে গরম করে খাওয়ানো ছাড়াও আগের দিনের পোড়া তেল ব্যবহার, মেয়াদহীন বিভিন্ন খাবার সংরক্ষণ করে খাওয়ানো, অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ নানাবিধ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ওহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্টদের পচা-বাসি খাবার ও পোড়া তেল নষ্ট করাসহ স্বাস্থ্যসম্মতভাবে খাবার পণ্য তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।