জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

সংগৃহীত

শত শত রকেট দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। জল, স্থল ও অন্তরীক্ষে এ হামলা চালায় সংগঠনটি। হামাসের পাল্টা জবাবও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

রোববার এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, অব্যাহত পাল্টাপাল্টি হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বানও জানানো হয়েছে। খবর: আল-জাজিরা।

এদিকে যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।