বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফাইল ছবি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আবরার হত্যাকাণ্ড দিবসে ছাত্র মিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই দাবি জানান। 

এ সময় তিনি বলেন, ছাত্রলীগ আজ সাধারণ শিক্ষার্থীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম। আবরার হত্যাকাণ্ডের রায়ে ছাত্রলীগের ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডে বিষয়টি প্রমাণিত। ইতোপূর্বে বিশ্বজিৎ রায়কে প্রকাশ্যে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা আদালত দ্বারা দোষী সাব্যস্ত হলেও রায় কার্যকর করা হয়নি।

ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ ক্যাম্পাসে নিয়মিত রক্ত ঝরছে। এতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ছাত্রলীগের রাজনীতির নামে নোংরামি বন্ধে নিষিদ্ধের দাবি উঠেছে। অবিলম্বে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে সব ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে।