বরিশালে মা ইলিশ সংরক্ষনে অভিযান

বরিশালে মা ইলিশ সংরক্ষনে অভিযান

সংগৃহীত

মা ইলিশ সংলক্ষনে ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় বরিশালের কীর্তনখোলা নদী ও এর আশপাশের নদীগুলোতে এই অভিযান চালায় বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর। এসময় নৌ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, এই সময়ের মধ্যে যদি কেউ ইলিশ শিকার করে তাকে মৎস্য আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হবে। তবে এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি বলে জানান তিনি। 

প্রসঙ্গত, আগামী ২ নভেম্বর এই নিষেধাজ্ঞা শেষ হবে।