ইসরাইল থেকে কূটনীতিকদের পরিবারগুলো সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইসরাইল থেকে কূটনীতিকদের পরিবারগুলো সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইসরাইল থেকে কূটনীতিকদের পরিবারগুলো সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মধ্যে ইসরাইলে তাদের কূটনীতিকদের পরিবারগুলো সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের একজন ‍মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, পূর্ব সতর্কতামূলক উদ্যোগের অংশ হিসেবে ‘অস্থায়ীভাবে’ তাদেরকে সরিয়ে নেয়া হচ্ছে।তিনি বলেন, ‘তবে আমাদের দূতাবাস ও কনসুলেটে প্রয়োজনীয় সব স্টাফ থাকবে, প্রয়োজনীয় সহায়তা দিতে।’

হামাসের হাতে বন্দী ৯৭ জনকে শনাক্ত করতে পেরেছে ইসরাইল
ইসরাইলের শীর্ষ সামরিক মুখপাত্র দানিয়েল হাগারি জানিয়েছেন, তারা হামাসের হাতে আটক ৯৭ জন ইসরাইলি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।এছাড়া তাদের ২২২ জন সেনাসদস্য নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে তিনি আরো বলেন, তাদের সামরিক বাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ে রয়েছে।

গাজার ৫টি পানির প্লান্টের মধ্যে ৩টিই বন্ধ
রেডক্রস জানিয়েছে, ফিলিস্তিনের গাজার পাঁচটি পানির প্লান্টের মধ্যে তিনটিই ইসরাইলি বোমা হামলার কারণে বন্ধ রয়েছে।আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, গাজায় ইসরাইলের পূর্ণ অবরোধের কারণে এবং বোমা হামলার কারণে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। ফলে পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে।

সূত্র : আলজাজিরা