ইন্টারনেট নিরাপত্তায় ফাঁক, গুগল, অ্যামাজনের কাজে বড় ধাক্কা

ইন্টারনেট নিরাপত্তায় ফাঁক, গুগল, অ্যামাজনের কাজে বড় ধাক্কা

ইন্টারনেট নিরাপত্তায় ফাঁক, গুগল, অ্যামাজনের কাজে বড় ধাক্কা

অনিয়ন্ত্রিত ও অজানা সূত্র থেকে আসা ডিজিটাল হামলার চাপে নাজেহাল গুগল, অ্যামাজন বা ক্লাউডফ্লেয়ারের মতো বড় ইন্টারনেটভিত্তিক সংস্থাদের কাজ৷

ইন্টারনেটের ইতিহাসে সবচেয়ে বড় ‘ডিনায়েল অফ সার্ভিস অ্যাটাক'-এর চাপে বিশ্বের তাবড় ইন্টারনেটভিত্তিক ব্যবসাগুলি৷ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক সংস্থা ক্লাউডফ্লেয়ার বলছে, এই আক্রমণ এর আগের সব আক্রমণের তুলনায় তিনগুণ৷ এই তিনটি সংস্থা জানাচ্ছে, আগস্টের শেষ থেকেই এমনটা লক্ষ্য করেছে তারা৷ গুগলের মালিক সংস্থা অ্যালফাবেট মঙ্গলবার গত বছরের ডিজিটাল হামলার তুলনায় এই হামলা সাতগুণ বড়৷

কী এই ডিনায়েল অফ সার্ভিস অ্যাটাক?

ইন্টারনেটে কোনো সংস্থাকে আঘাত করার সবচেয়ে মৌলিক সংস্করণ ডিনায়েল অফ সার্ভিস অ্যাটাক৷ এতে করে মূল সার্ভারকে প্রচুর অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ডেটার চাপে ফেলা হয়, যাতে দরকারি ডেটা ভিড়ে আটকে থাকে ও ওয়েবসাইটগুলি অকার্যকর হয়ে পড়ে৷

ইন্টারনেটের ক্ষমতায়নের সাথে সাথে বেড়েছে এই ধরনের হামলার সংখ্যা ও ব্যাপ্তি৷ একটি ডিনায়েল অফ সার্ভিস হামলার ফলে এক সেকেণ্ডে কয়েক মিলিয়ন অপ্রয়োজনীয় ডেটা রিকুয়েস্টে ভরে যেতে পারে সার্ভার৷ সাম্প্রতিক এই হামলায় এমনটাই দেখা যাচ্ছে৷

গুগল জানিয়েছে, ‘‘২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উইকিপিডিয়া আর্টিকেল দেখতে যতগুলি আবেদন বা রিকুয়েস্ট এসেছে, তার চেয়েও বেশি সংখ্যক নকল রিকুয়েস্ট'' এসেছে এই হামলা থেকে৷ ক্লাউডফায়ারের মতে, এত বড় হামলা কখনো দেখেনি তারা৷এর কারণ হিসাবে সংস্থাগুলির প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেটে সম্প্রতি চালু হওয়া এইচটিটিপি/২ প্রটোকলের মধ্যে কোনো ফাঁক আছে, যার সুযোগ নিয়েছে হামলাকারীরা৷

সংস্থাগুলির তরফে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অনুরোধ জানানো হয়েছে এই সমস্যা খতিয়ে দেখার৷ কিন্তু এর পেছনে কারা, সেবিষয়ে কিছু বলেনি গুগল, অ্যামাজন বা ক্লাউডফায়ার কেউই৷মার্কিন যুক্তরাষ্ট্রে এই তিনটি সংস্থার মূল কার্যালয়৷ সেখানকার কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

সূত্র : ডয়চে ভেলে