মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা আরও মান সম্পন্ন করা হবে: এমপি আশেক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা আরও মান সম্পন্ন করা হবে: এমপি আশেক

ছবিঃ সংগৃহীত

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায় বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকুক।এ ধারাবাহিকতায় বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও শিক্ষার অবকাঠামো উন্নয়ন করা হয়েছে ।

এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা আরও মান সম্পন্ন করার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি ।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতাকালে এসব কথা বলেন।

 

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা,থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব তসলিমা চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, সাবেক সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম প্রমুখ।

 

এছাড়া, শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, কুতুবদিয়া বড়ঘোপ ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যাপক নুরুল আলম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, সহকারী শিক্ষকদের মধ্যে জকরিয়া মো: ইসহাক, আবদুল হামিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকবৃন্দ।

 

এর পরে, খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান এবং সংবর্ধিত করা হয়। বিকালে বড়ঘোপ সমুদ্র সৈকতে ফুটবল খেলা উদ্বোধন করেন এমপি আশেক।