চাকা পাংচার হয়ে লেগুনা উল্টে নিহত ১, আহত ১১

চাকা পাংচার হয়ে লেগুনা উল্টে নিহত ১, আহত ১১

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া-কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজ) যাত্রীবাহী লেগুনার চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শাহ আমানত সেতুর বাকলিয়া থানা অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনায় আহত ১১ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আরেকজনের মরদেহ আনা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন, মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০) পিত- মৃত মো. সেলিম, রাশেদুল ইসলাম (৩০) পিত- মৃত আব্দুল গফুর, বশির আহমেদ (৫০), পিতা মৃত আমির আহমেদ, নাসির আহমেদ (৫৫) পিতা- সিকদার আহমেদ, সাহেবা(২১) পিতা- মো. রফিক, জয়নাব বেগম (৩৫) পিতা- রফিক, মো. অভি (১২)- পিতা- মো. রফিক, আরজু (১৭) পিতা- নুর আলম এবং লাকি আক্তার (৪০) পিতা- মো. ইউসুফ।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জাগো নিউজকে বলেন, মইজ্যারটেক এলাকা থেকে শহরে প্রবেশের সময় শাহ আমানত সেতুর মধ্যখানে একটি লেগুনার চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা হতাহত হন।

ওই দুর্ঘটনায় একজন মারা গেছেন। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।