বিশ্বকাপের মাঝে অলিম্পিকে ফিরল ক্রিকেট

বিশ্বকাপের মাঝে অলিম্পিকে ফিরল ক্রিকেট

সংগৃহীত

নিঃসন্দেহে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু বৈশ্বিক এই আসরে শতবর্ষের অধিক সময় ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। তবে ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের মাঝে সুসংবাদটি পেল আইসিসি। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে খেলাটি।

সোমবার (১৬ অক্টোবর) অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মুম্বাইয়ে আইওসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ ছাড়া নতুন যুক্ত হয়েছে আরও চারটি খেলা- বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ।

সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে কেবল ক্রিকেট খেলা হয়েছিল। এবার দীর্ঘ ১২৮ বছর পর ক্রিকেট ইভেন্ট ফেরানো হলো অলিম্পিকে। বিশ্বের ১০৮টি দেশ আইসিসি ক্রিকেট কাউন্সিলের সদস্য। এত বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা না থাকায় অনেক দিন ধরেই চলছিল আলোচনা।

আইসিসি, লস অ্যাঞ্জেলেস ২০২৮ কমিটির সামনে টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ছয় দলের জন্য সুপারিশ করেছিল। সেখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা দুটি দল খেলবে। তবে শেষপর্যন্ত কয়টি দল খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি।