আদ-দ্বীনের উদ্যোগে চুয়াডাঙ্গায় বিশেষ চশমা বিতরন

আদ-দ্বীনের উদ্যোগে চুয়াডাঙ্গায় বিশেষ চশমা বিতরন

সংগৃহীত

সাইটসেভার্সের সহায়তায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় আদ-দ্বীন এর বিশেষ চশমা বিতরন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবসের এবারের প্রতিপাদ্য হলো “লাভ ইওর আইজ এট ওয়ার্ক” বা “আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও”।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) চুয়াডাঙ্গা জেলার পৌরসভা মিলনায়তনে আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স পরিচালিত “জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের” আওতায় আদ-দ্বীন চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা (রিফ্রাকশন) ও চশমা বিতরন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র, জনাব মোঃ জাহাঙ্গীর আলম মালিক, আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী মোঃ আল মামুন, আদ্-দ্বীন যশোর এর এজিএম মোঃ রবিউল হক, আদ্-দ্বীন চুয়াডাঙ্গার আঞ্চলিক ব্যবস্থাপক এসএম আব্দুল হান্নান, আদ্-দ্বীন চুয়াডাঙ্গা সদর শাখার ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ চুয়াডাঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ।

ক্যাম্পে আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা (রিফ্রাকশন) ও বিনামূল্যে চশমা (প্রেসবায়োপিক) প্রদান করা হয়। বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত উক্ত চক্ষু ক্যাম্পে মোট ৩৮৪ জনকে চক্ষু সেবা দেওয়া হয় যার মধ্যে ২৯২ জনকেই বিনামূল্যে চশমা (প্রেসবায়োপিক) প্রদান করা হয়।

উল্লেখ্য, সাইটসেভার্সের সহায়তায় “জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের” মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর ছানি অপারেশন ক্যাম্পের মাধ্যমে নিয়মিতভাবে বিনামূল্যে দরিদ্র ব্যক্তিদের চোখের ছানি অপারেশন কার্যক্রম অব্যহত রয়েছে।