নাটোরে ডেঙ্গুতে শিক্ষিকার মৃত্যু

নাটোরে ডেঙ্গুতে শিক্ষিকার মৃত্যু

ফাইল ছবি

নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষিকা হোসনেয়ারা খাতুন হীরা (৪০) লালপুর উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী এবং উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা হোসনেয়ারা খাতুন হীরা বেশ কিছুদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইউএনও শামীমা সুলতানা বলেন, শিক্ষিকার মৃত্যু বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।