সুনামগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

সুনামগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মোড় ও বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করেন আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নকল আকিজ বিড়ি বিক্রি ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্টক যাচাই কালে জগন্নাথপুর থানার মোড়ে সামরুলের দোকান থেকে দুইশত পঞ্চাশ (২৫০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেন আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

পরে সামরুলের দেওয়া তথ্য অনুযায়ী জগন্নাথপুর বাজারের হোলসেল ব্যবসায়ী অসিম দেব এর দোকানে অভিযান চালানো হয়। এসময় পাঁচ হাজার (৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। পরবর্তীতে এরকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ারী দেওয়া হয়।