দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার, যা বললেন বাটলার

দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার, যা বললেন বাটলার

দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার, যা বললেন বাটলার

সাউথ আফ্রিকার ইনিংসের শেষটা ছিল কেবলই হেনরিখ ক্লাসেন এবং মার্কো জেনসেনময়। তাদের দুজনের ঝড়ে প্রোটিয়ারা পেয়েছিল ৩৯৯ রানের পাহাড়সম পুঁজি। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, আপনাকে ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেঁড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু এটি আমারই সিদ্ধান্ত যা তখন নিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যদি আমরা ৩৪০-৩৫০ লক্ষ্য তাড়া করতাম হয়তো এই কন্ডিশনে সেটি টপকেও যেতাম।

তিনি বলেন, এই হার আমাদের কঠিন পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে। এখন থেকে পরবর্তী সময়ে ভুল করার সুযোগ নেই। সামনের প্রত্যেক ম্যাচেই সম্ভবত আমাদের জিততে হবে। আমরা নিজেদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব।