বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

সংগৃহীত

 ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়ার উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক প্রকৌশলী এ. টি. এম ময়নুল হাসান।