করোনা শনাক্তে চীনকে ছাড়াল বাংলাদেশ

করোনা শনাক্তে চীনকে ছাড়াল বাংলাদেশ

ছবি:সংগৃহীত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে। তবে চীনের চেয়ে বাংলাদেশে মৃত্যু অনেক কম। চীনে এখন পর্যন্ত মারা গেছে ৪,৬৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬,৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
সংক্রমণ ও মৃত্যু উভয় দিক থেকে সবার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত হয়েছে ২১ লাখ ১৭ হাজার ২৭ জন, আর মারা গেছে এক লাখ ১৬ হাজার ৮৩১ জন।