করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

ছবি:সংগৃহীত

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছিলেন শহীদ আফ্রিদি। কঠিন সময়ে নিজের ফাউন্ডেশনের হয়ে দেশবেসীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন তিনি। সাধারণ মানুষকে করোনা সংক্রমণ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে যাওয়া আফ্রিদি নিজেই আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।

সোশ্যাল মিডিয়ায় সাবেক পাক অল-রাউন্ডার নিজেই জানালেন, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ডাক্তারি পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে।

টুইটারে আফ্রদি লেখেন, 'বৃহস্পতিবার থেকেই আমি অসুস্থতা অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যাথা রয়েছে। আমি পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যের বিষয় যে, আমার করোনা টেস্ট পিজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য দোয়ার দরকার, ইনশাল্লাহ।

এর আগে কিছু তারকা ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এলেও প্রথম সারির ক্রিকেটার হিসেবে আফ্রিদিই প্রথম সংক্রামিত হলেন কোভিড-১৯'এ।