গাজা-যুদ্ধ : ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখছে ইসরাইল

গাজা-যুদ্ধ : ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখছে ইসরাইল

গাজা-যুদ্ধ : ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখছে ইসরাইল

গাজায় হামলার প্রেক্ষাপটে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের স্কুলগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখছে ইসরাইল।বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের কমিটির বরাতে এ খবর দিয়েছে ইসরাইলের গণমাধ্যমগুলো।খবরে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধ এবং সংরক্ষকদের মধ্যে ছাত্র সংখ্যা বেশি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাজার শিশুদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ
অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে অব্যাহত আক্রমণে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে।রবি ও সোমবারের মধ্যে ইসরাইলি হামলায় ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ১৮২টি।সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান আক্রমণে ফিলিস্তিনি নিহত হয়েছে অন্তত ৫ হাজার ৮৭ জন।

পশ্চিমতীরে গ্রেফতার অভিযান অব্যাহত
গাজায় অব্যাহত বিমান হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিমতীরেও ধরপাকড় ও হত্যা অব্যাহত রেখেছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ১৮ জন হামাস সদস্যসহ ৩২ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন জ্যেষ্ঠ হামাস সদস্যও রয়েছে।অধিকৃত এ অঞ্চলটিতে বন্দীর সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের সাথে সংশ্লিষ্ট ৫০০ ব্যক্তিসহ অন্তত ৮০০ ফিলিস্তিনিকে পশ্চিমতীর থেকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : আলজাজিরা