তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম চৌধুরীর মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম চৌধুরীর মারা গেছেন

সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সিলেট নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ইমাম উদ্দিন চৌধুরীর ছেলে অধ্যাপক নিয়াজ আহমদ চৌধুরী জানিয়েছেন, আগামী শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) মসজিদে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। ওই দিন সকালে তার গ্রামের বাড়ি দাউদপুরে প্রথম জানাজা হবে।

ইমাম উদ্দীন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন।

ইমাম উদ্দীন ১৯৯১ সালের ৭ জানুয়ারি অন্তবর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপদেষ্টা পদে নিয়োগ পান। ওই সময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, রেলওয়ে বিভাগের সচিব, পূর্ত মন্ত্রণালয়ের সচিব, অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।