বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে : কাদের

বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে : কাদের

বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। তবে আমাদের শান্তি সমাবেশে হামলা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা বিএনপির কর্মসূচিতে তাদের আক্রমণ করতে যাব না। তবে আমাদের সমাবেশে হামলা হলে আমরা প্রতিহত করব এবং প্রতিশোধ নেব।’তিনি আরও বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচনকালীন শান্তি চাই। আমরা নির্বাচন-পূর্ব সময়েও শান্তি চাই। সরকার অশান্তি হতে দেবে না।’

কাদের বলেন, ‘কেন আমরা উত্তেজিত করব? আমাদের কাউকে উসকানি দেওয়ার দরকার নেই। আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশি চাপের বিষয়ে অবহিত নই। আমাদের নির্বাচন আমরা করব। বন্ধু দেশ হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে পারে।’

সূত্র : ইউএনবি