নোয়াখালী পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

নোয়াখালী পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

প্রতিকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াটার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেরার ছাতারপাইয়া পূর্ববাজারে সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর সোনাইমুড়ীর নাওতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। মিজানুর  শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, রোববার বিকালে শিশু ধর্ষণ মামলার আসামি মিজানকে গ্রেফতার করা হয়।

এর পর তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেফতারের জন্য উপজেলার ছাতারপাইয়া বাজারে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগীরা অতর্কিত তাদের ওপর গুলিবর্ষণ করে এবং মিজানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, একটি ধারালো ছোরা উদ্ধার করে। নিহতের মরদেহ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।