কাতারে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

কাতারে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

কাতারে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলার প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহহিয়ান কাতার সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারের সিনিয়র কর্মকর্তাদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গাজায় সঙ্ঘাত এবং 'ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ এবং গণহত্যা' অবসান নিয়ে আলোচনা হবে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বিরতির আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

এদিকে গাজায় ইসরাইলি স্থল সেনারা এক বন্দীকে মুক্ত করতে পেরেছে। তবে হামাস দাবি করছে, ইসরাইলি হামলায় ৫০ বন্দী নিহত হয়েছে।জাতিসঙ্ঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে সোমবার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আহ্বান মানে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান, সন্ত্রাসের কাছে সমপর্ণের আহ্বান।

বিদেশী সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু আরো বলেন, এটা হবে না। জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
নেতানিয়াহু অঙ্গীকার করে বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা পিছু হটবে না।এদিকে ইসরায়েলি স্থল বাহিনী বন্দী হিসেবে আটক থাকা ওরি মেগিদিসকে উদ্ধারে সক্ষম হয়েছে। তিনি এখন ইসরাইলে রয়েছেন এবং ভালো আছেন।
ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ বার বার মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
ইউনিসেফ বলেছে, গাজার পরিস্থিতি ঘন্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে।হোয়াইট হাউসও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এতে হামাস শক্তি সঞ্চয় ও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অর্ধেকই শিশু।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। ইসরাইল পাল্টা হামলা শুরু করে তা অব্যাহত রেখেছে।

সূত্র : আল জাজিরা, এএফপি