ডেঙ্গু : ফরিদপুরে প্রাণ গেলো ৭ মাসের শিশু সহ দুই জনের

ডেঙ্গু : ফরিদপুরে প্রাণ গেলো ৭ মাসের শিশু সহ দুই জনের

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৭ মাসের শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়াল ১শ ১০।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ১০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪শ ৮১ জন।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার মধুখালী উপজেলার আলমপুর গ্রামের মিনহাজ শেখের ৭ মাস বয়সী শিশু সন্তান ইরফান এবং সদরপুর উপজেলার আফসার শেখের স্ত্রী রাহিমন বেগম (৬০) মারা গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ১০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪শ ৮১ জন।

 

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১শ ১০ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫শ ৫৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৯শ ৬৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।