আজও গাবতলীতে যাত্রী নেই, বন্ধ অধিকাংশ দূরপাল্লার বাস কাউন্টার

আজও গাবতলীতে যাত্রী নেই, বন্ধ অধিকাংশ দূরপাল্লার বাস কাউন্টার

সংগৃহীত

বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী মিলছে না। ফলে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।

যাত্রীসংকটে এসব বাসের অধিকাংশেরই কাউন্টার বন্ধ। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার পরিবহনের অধিকাংশ কাউন্টার বন্ধ। দুয়েকটা কাউন্টার খুললেও যাত্রীর আনাগোনা নেই। কাউন্টার ম্যানেজার ও কর্মচারীদের অলস বসে খোশগল্প করতে দেখা গেছে।

যদিও গাবতলীতে র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গাড়িগুলোকে সতর্ক পাহারায় রেখেছে। আওয়ামী লীগ, শ্রমিক লীগের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও লাঠি হাতে বসে বাস-কাউন্টার পাহারা দিচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল হচ্ছে অবরোধের বিরুদ্ধে।

এদিকে দূরপাল্লার গাড়ি না ছাড়ার কারণে জরুরি প্রয়োজনে বেরোনো লোকজন পড়েছেন বিপদে। গাবতলীতে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ প্রবাস থেকে এসেছেন বা কেউ প্রবাসে যেতে কাগজপত্র তৈরির জন্য এসেছেন। কাজকর্ম সারলেও আন্তঃজেলার গাড়ি না পাওয়ার কারণে ঝামেলায় পড়েছেন তারা। উপায় না পেয়ে কেউ কেউ লোকাল পরিবহনেই গন্তব্য ভেঙে ভেঙে ফিরছেন।