ওয়াজ মাহফিলে গিয়ে আর ফেরেননি যুবক, সকালে মিললো মরদেহ

ওয়াজ মাহফিলে গিয়ে আর ফেরেননি যুবক, সকালে মিললো মরদেহ

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জে গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় রাজন মিয়া (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে কাটাখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, রাজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রাজন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিন বছর আগে পার্শ্ববর্তী চৌদ্দশত এলাকার আবদুল বাতেনের মেয়ে সুরাইয়া বেগমকে বিয়ে করেন তিনি। এ দম্পতির ছয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

 

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, রাজন মিয়া কিশোরগঞ্জ শহরের বড়বাজারে কাঁচামালের আড়তে শ্রমিকের কাজ করতেন। রোববার (৫ নভেম্বর) রাতে আড়ত থেকে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে কাটাখাল গ্রামে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাজনের ফুপু খোদেজা বেগম বলেন, রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে পার্শ্ববর্তী মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হন। ওই ঘটনায় মামলা চলমান। এর সঙ্গে রাজনের মৃত্যুর যোগসূত্র থাকতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।