বগুড়ায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

বগুড়ায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বগুড়ার সারিয়াকান্দিতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামায়াত জোটের অযোক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছেন। হরতাল অবরোধের নামে তারা রাজপথে জ্বালাও পোড়াও ভাংচুর ও মানুষ হত্যা শুরু করেছে। অগ্নি সন্ত্রাসের পথে নেমে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা তাদের হামলার শিকার হয়েছেন। বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে দেশপ্রেমিক সাধারণ জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের সকল অপকর্মের জবাব দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিবেন। 
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছেন। এ দেশের মানুষ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আছেন। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ আবারো নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। এসময় তিনি বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

সমাবেশে সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাবেসক লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা পরিষদ সদস্য রশিদ ফারাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুর বেগম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, আব্দুল কাফি মন্ডল, তাজুল ইসলাম বাদশা, রাছেদুউজ্জামান রাছেল, শহিদুল ইসলাম সুজন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, সাবেক যুব নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইউনুস আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা হাসানুল হক বান্না, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশিক আহমেদ, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম মনু, ফিরোজ, সোহাগ সাগর, ছাত্র লীগ নেতা হাবিব পলাশ প্রমুখ।