বাজারে ইলিশের সরবরাহ নেই, দাম বেশি

বাজারে ইলিশের সরবরাহ নেই, দাম বেশি

ছবিঃ সংগৃহীত।

ভোলার বাজারে ইলিশের দেখা মিলছে না। সরবরাহ কমের অজুহাতে ব্যবসায়ীরা ইলিশের দাম ইচ্ছেমত হাঁকাচ্ছেন। ফলে ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহরের কিচেন মার্কেট, কালিনার্থ রায়ের বাজার, সদরের ব্যাংকেরহাটে গিয়ে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ কম। ৫-৬ জন ব্যবসায়ী খুব কম ইলিশ নিয়ে বিক্রি করতে আসছেন। ক্রেতারা ইলিশ কিনেতে এসে দরদাম করে অন্য মাছ নিয়ে চলে যাচ্ছেন। তবে বাজারে পুকুর, ঘের, নদী ও সাগরের বিভিন্ন মাছের ব্যাপক সরবরাহ রয়েছে।

ইলিশ কিনতে আসা মো. সুমন মিয়া জানান, ইলিশ কিনতে বাজারে এসেছি। কিন্তু ইলিশের দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। যার কারণে বাজারে ঘুরে দরদাম করেও বাজেট মোতাবেক ইলিশ কিনতে পারিনি। তাই ইলিশের পরিবর্তে পোয়া ও রুই মাছ কিনে বাড়ি যাচ্ছি।

নিরুতাজ বেগম জানান, বাজারে ইলিশ কিনতে এসেছি। বেশি দাম চাচ্ছেন ব্যবসায়ীরা। তাই বাধ্য হয়ে বেশি দামে ইলিশ কিনেছি।

 

হাসনাইন আহমেদ মুন্না নামের আরেক ক্রেতা জানান, দেশের ৩৫ ভাগ ইলিশ ভোলা থেকে সরবরাহ হয়। অথচ ভোলার বাজারে ইলিশের দাম বেশি। সরবরাহ কম বলে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা।

বাজারে ইলিশের বিক্রেতা মো. আল আমিন জানান, নদীতে জেলেরা আশানুরূপ ইলিশ পাচ্ছে না। এতে মৎস্যঘাটে ইলিশের সরবরাহ অনেক কম। যার কারণে ইলিশের দাম বেশি। আর আমরা বেশি দামে ইলিশ কিনে বাজারে একটু বেশি দামে বিক্রি করি।

তারা আরও জানান, বাজারে ২৫০-৩০০ গ্রামের ইলিশ ৬০০-৬৫০ টাকা, ৩৫০-৫৪০ গ্রামের দাম ইলিশ ৭৫০-৮০০ টাকা, ৬০০-৮০০ গ্রামের দাম ১৩৫০-১৪০০ টাকা, এক কেজি ওজনের দাম ১৬০০-১৭০০ টাকা ও এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি করেন ২১০০-২৩০০ টাকা পর্যন্ত।