হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু

হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু

প্রতীকি ছবি

ভারতের হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মদের ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার (১১ নভেম্বর) এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৯ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে স্থানীয় এক কংগ্রেস নেতা ও আরেক জেজেপি পার্টির নেতার ছেলে রয়েছেন।

হরিয়ানার মানদেবারি, পাঞ্জেতো কা মাজরা, ফসগড় ও সারান গ্রামে এ ঘটনা ঘটে। হরিয়ানায় সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটছে। যে কারণে এবার মনোহর লাল খাটারের সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় নেমেছেন বিরোধীরা।

নিহত ৭০ বছর বয়সী এক ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা বিষাক্ত মদপানে মারা গেছেন। তিনি মদ খেতেন, তবে পরিমিত পরিমাণ। এবার বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে মারা গেলেন। 

এ ঘটনায় সাত জনকে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এমন বিষাক্ত মদ আরও আছে কিনা—তা বের করার চেষ্টা চলছে।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার আম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই শ্রমিকের। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।