আদ্-দ্বীন ওয়েলফেয়ারের উদ্যোগে অবহিতকরন বিষয়ক কর্মশালা

আদ্-দ্বীন ওয়েলফেয়ারের উদ্যোগে অবহিতকরন বিষয়ক কর্মশালা

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বাবুখালি শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাগুরা মহম্মদপুর অঞ্চলের আরএম মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান, মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার এবং মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রবিউল ইসলাম। এসময় কর্মশালায় উপছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর কর্মকর্তাবৃন্দ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন ও কারিগরি সহযোগীতায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় অবহিতকরন বিষয়ক কর্মশালা বাস্তবায়ন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।

কর্মশালায় বক্তারা বলেন, সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাত নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কার্যকর ভূমিকা পালন করছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন করে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে প্রাণিসম্পদ খাত। গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি সর্বোপরি দারিদ্র্য দূরীকরণে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য।