গোয়া চলচ্চিত্র উৎসবে জয়ার 'ফেরেশতে'

গোয়া চলচ্চিত্র উৎসবে জয়ার 'ফেরেশতে'

সংগৃহীত

৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘ফেরেশতে’। ইরানি চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটি ‘ফিচার ফিল্ম’ বিভাগে মনোনিত হয়েছে।

ইরানি ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও ‍রিকিতা নন্দিনী শিমু। জয়া আহসান ছবিটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য খুব চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও ভীষণভাবে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।

মুর্তজা অতাশ জমজম জানিয়েছেন, শুধু গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই নয়, জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্রও নির্বাচিত হয়েছে ‘ফেরেশতে’। আগামী বছর বাংলাদেশ ও ইরান দুই দেশেই ছবিটি মুক্তি পাবে। জমজমের সঙ্গে যৌথভাবে ছবিটি লিখেছেন মুমিত আল-রশিদ।