কোহলির ফিফটিতে ভারতের সংগ্রহ ২১৪

কোহলির ফিফটিতে ভারতের সংগ্রহ ২১৪

সংগৃহীত

বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকরা। উদ্বোধনীতে ৫০ বল মোকাবেলা করে ৭১ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। 

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৯ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ১৬৪ রানে রিটায়ার্ডহার্ট হয়ে ফেরেন আরেক ওপেনার শুভগান গিল। তিনি ৬৫ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় ৭৯ রান করে সাজঘরে ফেরেন। 

এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৫৯ বলে চার বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন সাবেক অধিনায়ক বিরাট কোহিল। তার ব্যাটে এগোচ্ছে ভারত। 

এরিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২১৪ রান। ৬৫ ও ১৯ রানে ব্যাট করছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।