আদ্-দ্বীন ওয়েলফেয়ারের উদ্যোগে মাঠ দিবস পালিত

আদ্-দ্বীন ওয়েলফেয়ারের উদ্যোগে মাঠ দিবস পালিত

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্যখাত)-এর আওতায় “দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষ” প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার খাজুরা ইউনিয়নের কয়ালখালি গ্রামের মিজানুর সরদারের বাড়িতে এ মাঠ দিবস পালিত হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার সূত্রে জানা যায়, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার যশোর জেলার বোঘারপাড়া উপজেলার খাজুরা শাখায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে স্থাপিত ট্যাংকে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষ প্রযুক্তি শীর্ষক ফলাফল প্রদর্শনী সম্প্রসারণকরণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজীব আহমেদ প্রিন্স, যশোর বাঘারপাড়া খাজুরা শাখার ব্যবস্থাপক জাফর বিল্লাহ, সফল খামারী পলাশ রায় এবং সংশ্লিষ্ট প্রদর্শনী বাস্তবায়নকারি সদস্যরা।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে এ মাঠ দিবস পালিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে চাষিদের মাঝে প্রাকৃতিক খাদ্যের গুরূত্ব ও কিভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে সে ব্যাপারে আলোকপাত করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তারা। মাঠ দিবস শেষে “দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষ” প্রযুক্তি শীর্ষক ফলাফল কৃষকদের মাঝে প্রদর্শন করা হয়।