ভুলভ্রান্তি মাফ করে আমাকে বিবেচনা করবেন: পরিকল্পনামন্ত্রী

ভুলভ্রান্তি মাফ করে আমাকে বিবেচনা করবেন: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন। ভুলভ্রান্তি করলে মাফ করে দেবেন। আর যদি এলাকার মোটামুটি উপকার করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন। গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া ও শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ছয়হারা গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যারা ঢিল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, রাস্তাঘাটে সিএনজি ভাঙে তারাও এটি অস্বীকার করতে পারবেন না যে আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। কারণ যা চোখে দেখা যায় সেটা কীভাবে অস্বীকার করবেন। সড়ক, সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, গ্রামে গ্রামে হাজার হাজার টিউবওয়েল ও স্যানিটেশন, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ প্রদানসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।