ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ৩ লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ৩ লাখ ছুঁইছুঁই

ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন এবং বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন। এ পর্যন্ত ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৮৪ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে নারী ৮৭৮ জন, পুরুষ ৬৬১ জন। এ বছর সব রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ও মৃত রোগীর সংখ্যা। তবে প্রকৃত আক্রান্ত সংখ্যা এর চেয়েও বেশি। অনেক রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের হিসাব নেই কোনো সংস্থার কাছেই। বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ২৪৫ জন।