চৌহালীতে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ শ্রমিকের সন্ধান চায় পরিবার

চৌহালীতে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ শ্রমিকের সন্ধান চায় পরিবার

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের যমুনা নদীতে দুটি বালুবাহী নৌকার সংঘর্ষের ঘটনায় তিনদিনেও নিখোঁজ আকুব্বর আলী (৫৫) নামের শ্রমিকের কোন সন্ধান মেলেনি৷ শনিবার দুপুর ১২ টা পর্যন্ত খুঁজেও তাকে শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আকুব্বর কুষ্টিয়া জেলার খোকশা থানার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলী ছেলে।

 

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সামচুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। গণমাধ্যমকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল চেষ্টা করেও ওই নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে ।

 

এরআগে বৃহস্পতিবার যমুনা নদীর জোতপাড়ায় বালুবাহী দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যায়। পরে অন্যরা যমুনার কিনারে ফিরলেও শ্রমিক আকুব্বরকে পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ শ্রমিকের সন্ধান পেতে পরিবার দিশেহারা।