আড়াইহাজারে শীতের আগমনে শীতের পোশাকে ঝুঁকছে মানুষ

আড়াইহাজারে শীতের আগমনে শীতের পোশাকে ঝুঁকছে মানুষ

ছবিঃ সংগৃহীত।

শীত প্রচন্ড ভাবে জেঁকে না বসলেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীতের আমেজ গত সপ্তাহ থেকেই কিছুটা আঁচ করা যাচ্ছে।কিন্তু শুক্রবারের ঝড় বৃষ্টির পর থেকে শীত পরোপুরি ভাবে শুরু হয়ে গেছে। তাই লোকজনকে শীতের পোশাক ব্যবহার করা শুরু করতে দেখা যাচ্ছে। আড়াইহাজারের বড় বড় শপিং মল গুলোতেও দোকানিরা শীতের পোশাক তুলতে শুরু করেছেন।

 

শুক্রবারের ঝড় বৃষ্টির আগেই আড়াইহাজারের গোপালদী পৌরসভার অন্তর্গত রামচন্দ্রদী গ্রামের সম্ভ্রান্ত শিকদার পরিবারের সদস্য রোহেল শিকদার এবং আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহকে প্রায় একই রকম শীতের পোশাক পরিহিত অবস্থায় এক চায়ের আড্ডায় দেখতে পেয়ে শীতের আগমন ও তাদের অনুভুতির কথা জানতে চাইলে তারা উভয়েই জানান, শীত বাংলাদেশের একটি কাঙ্খিত ঋতু। এ ঋতুতে শীতের পোশাক পরিহিত অবস্থায় মানুষের ব্যাক্তিত্বের পরিচয় ফুটে উঠে। শীতের আগমনকে স্বাগত জানাতেই আজ আমরা শীতের নতুন পোশাক পরেছি।