গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই ভাই

গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই ভাই

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের হাতীবান্ধায় গভীর রাতে কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দুই ভাইসহ তিন যুবক। এসময় তাদের কাছ থেকে চুরি করা একটি গরু উদ্ধার হয়।

 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন। এরআগে শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার টংভাঙ্গা এলাকায় তাদের আটক করেন স্থানীয়রা।

আটকরা হলেন টংভাঙ্গা এলাকার রমজানের দুই ছেলে বাবুল হোসেন (৩০) ও সুমন মিয়া (২৫) এবং একই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার আমজাদের ছেলে সেলিম (২৫)।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘গভীর রাতে টংভাঙ্গা এলাকার বাসিন্দা আলী আকবরের বাড়ি থেকে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়। এরপর পুলিশে খবর দিলে তারা এসে আটকদের থানায় নিয়ে যান।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল বলেন, গরু চুরির ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গরুর মালিক লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।