পাবনায় ৩শ’ গর্ভবতী মাকে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

পাবনায় ৩শ’ গর্ভবতী মাকে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী পাবনায় গর্ভবতী নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে। মঙ্গলবার (৩০ জুন ) জেলার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১১ পদাতিক ডিভিশনের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ও ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি এই ক্যাম্পের আয়োজন করে।  

কাদিরাবাদ সিএমএইচ এর সহযোগীতায় ২৫ ফিল্ড এম্বুলেন্সের চিকিৎসকগণ তিনশ’ গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রোনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।